নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-২০ টুর্নামেন্ট মানেই এখন বিশ্বের সকল তারকা ক্রিকেটারের অংশ গ্রহণ। তবে এ টুর্নামেন্টের ঠাসা সূচিতে খেলোয়ারা ক্লান্ত। চলমান আইপিএলের ঠাসা ভ্রমণ সূচি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার ও বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড।
তিনি বলেন, ‘আইপিএল সূচি বোলারদের জন্য উপযোগী নয়। খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ভ্রমণ করতে হয়েছে তাদের। ফলে নেটে খুব বেশি বোলিং করার সুযোগ পায়নি বোলাররা। এত বেশি ভ্রমণের ক্লান্তি ও কঠিন সূচির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারদের উপর প্রভাব পড়বে। ’
গত ৫ এপ্রিল শুরু হয় আইপিএল। ইতোমধ্যে লিগ পর্বে প্রত্যকটি দল ১৪টি করে ম্যাচ শেষ করে ফেলেছে। ১৪ মে শেষ হয় লিগ পর্ব। এসময় মোট ৫৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। লিগ পর্বে দু’তিন দিন পরই ম্যাচ খেলতে হয়েছে প্রতিটি দলকে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ম্যাচ হওয়ায় ভ্রমণের ধকলটা ভালোভাবেই পোহাতে হয়েছে খেলোয়াড়দের। এত বেশি ভ্রমণের কারণে খেলোয়াড়রা যেমন ক্লান্ত, ঠিক তেমনি অনুশীলনও সঠিকভাবে করতে পারেনি বলে মনে করেন বন্ড।
প্রতিদিনের নেট সেশনের সময়সীমা কমিয়ে আনা হয় জানিয়ে তিনি বলেন, ‘আইপিএলে এত ঘন ঘন ম্যাচ, তীব্র গরম এবং ভ্রমণের কারণে পুরোদমে নেটে বোলিং অনুশীলন করতে পারেনি বোলাররা। নিজেদের ভালোভাবে তৈরি করতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর প্রভাব বোলারদের উপর পড়বে। ’
সাবেক গতি তারকা বন্ড বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া বোলাররা নির্ধারিত ১০ ওভারের কোটা পূরণ করবেন বলে ধারণ করা হচ্ছে। এটি তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটি তাদের কাছে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ আইপিএলের নেটে বেশি সময় দিতে পারেনি তারা। বোলিং শুধুমাত্র দক্ষতার উপরই নির্ভর করে না, এখানে স্পিডও জরুরি। দ্রুত গতিতে বল করাটাও গুরুত্বপূর্ণ। ’
আইপিএলের টি-২০ ফর্মেটের পর ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়ে কিছুটা সমস্যা হবে বোলারদের। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে বললেন বন্ড, রোহিত শর্মা আমাদের হয়ে মিডল-অর্ডারে খেলছে, এমনকি অ্যারন ফিঞ্চ গুজরাটের হয়েও তাই করেছে। কিন্তু জাতীয় দলের হয়ে তারা ওপেনার হিসেবেই খেলবে। তাই ইংল্যান্ডের কন্ডিশনের সাথে তাদেরকেও মানিয়ে নিতে হবে।