আইনশৃঙ্খলা, মাদক ও বাল্যবিবাহ রোধে আপনাদের সহায়তা চাই

0
10

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে নবাগত ওসি
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আলমডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ওসির অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘আমি আপনাদের সঙ্গে মিলেমিশে সঠিকভাবে দায়িত্ব পালন করতে চাই। সাংবাদিকেরা সমাজের দর্পণ, আমাদের কাজ আর আপনাদের কাজের মধ্য কোনো তফাৎ নেই। আমি সরকারি চাকরি করি, তাই অনেক ক্ষেত্রে আমাদের হাত বাঁধা থাকে। কিন্ত আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন। আমি এলাকার আইনশৃঙ্খলা, মাদক ও বাল্যবিবাহ রোধে আপনাদের সহায়তা চাই।’
মতবিনিময় সভায় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, ‘উপজেলা বিভিন্ন দপ্তরে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হচ্ছে। সাংবাদিকেরা যদি সঠিক দায়িত্ব পালন না করেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।’ ওসির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি একজন সৎ অফিসার হিসেবে দুর্নীতির বিরুদ্ধ অবস্থান নেবেন।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহসভাপতি রহমান মুকুল, ইউনুস আলী ম-ল, আবুল কাশেম, শেখ শফিউজ্জামান, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, রুনু খন্দকার ও সাংগাঠনিক সম্পাদক কে এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, নির্বাহী সদস্য তানভীর আহম্মদ সোহেল, গোলাম সরোয়ার সদু, সোহাগ, হাসিবুল, গিটার, আলমডাঙ্গার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান, এসআই আতিক প্রমুখ।