নানা কর্মসূচির মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
নিউজ ডেস্ক:নানা কর্মসূচির মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান”। এ উপলক্ষে গতকাল রোববার বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিক পরীক্ষা করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান”। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৮টায় চুয়াডাঙ্গা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা আইজীবী সমিতি ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, দরিদ্র জনগণের প্রতি বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার সকল জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। দরিদ্র মানুষের আইনগত অধিকার প্রাপ্তিতে সকলকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করা প্রয়োজন। এসময় তিনি আইনগত সহায়তা দিবসের গুরুত্ব অনুধাবন, আইনগত সহায়তা প্রদান আইন কার্যকরীকরণ এবং আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম বলেন, বিচার শুধু ধনীদের জন্য, গরিবের জন্য নয়, এ ধারণা এখন পাল্টে গেছে। সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় অসহায় মানুষকে বিনামূল্যে সহায়তা দিতেই আইনগত সহায়তা কমিটি গঠন করেছে। এ তথ্য সবাইকে জানাতে হবে। কাউকে জিতিয়ে দিতে নয়, বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) জিয়া হায়দার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোল্লা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, পিপি এ্যাড. সামসুজ্জোহা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সামসুজ্জামান, স্পেশাল পিপি এ্যাড. আব্দুল মালেক, এ্যাড. সেলিম উদ্দীন খান, এ্যাড. আলমগীর হোসেন, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. এম এম শাহজাহান মুকুল, এ্যাড. কামিম রেজা, এ্যাড. আফরোজা আক্তার, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল এইড সুবিধাভোগী আকলিমা আক্তার ও রয়েল।
এসময় এবারের জেলা লিগ্যাল এইডের সব থেকে বেশি মামলা নিষ্পত্তি হওয়া আইনজীবী এ্যাড. আব্দুল্লাহ আল মামুনকে পুরষ্কার প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিবছরের ন্যায় এবারেও জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করে জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও জেলা ডায়াবেটিস সমিতি। এছাড়াও জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে অংশগ্রহণ করে ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ব্রাক, ওয়েভ ফাউন্ডেশন, আত্মবিশ্বাস, জেলা লোকমোর্চা ও মানবতা ফাউন্ডেশন।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালি হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, এসআই গিয়াস, খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল আহম্মেদ, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, জনস্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
জীবননগর:
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এই প্রতিপাদ্যে জীবননগরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৯টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, দীনেশ চন্দ্র পালসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।
মেহেরপুর:
“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা আইনগত সহায়তা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এস এম আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সকলে যাতে আইনে সমান সুযোগ পায় সে ব্যবস্থা করতে হবে। বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাফিজুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, সাধারণ সম্পাদক আবু সালেহ নাসিম। স্বাগত বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিরিন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, লিগ্যাল এইড কর্মকর্তা সেলিমা রেজা, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, অ্যাড. শফিকুল আলম, অ্যাড.আফরোজা বেগম ফাতেমা, অ্যাড.সাথী বোস প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.ইয়ারুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ।