নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা আইনজীবী অ্যাড. শফিকুল ইসলাম শফির ওপর হামলার ঘটনায় ছয় আসামিকে এক দিনের রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সদর থানা হেফাজতে নেই মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে গতকাল তাঁদের রিমান্ড শেষ হলে জেলহাজতে প্রেরণ করা হয়। রিমান্ডে আনা ছয়জন হলেন শাকিল আহম্মেদ জ্বিম, মেহেদী হোসেন হিমেল, আকাশ, কালাম, সাইফুল ইসলাম রানা ও রকি।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আইনজীবী অ্যাড. শফিকুল ইসলাম শফির ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি ছাত্রলীগের নেতা হকপাড়ার নাজীম উদ্দীনের ছেলে শাকিল আহম্মেদ জ্বিম, জ্বীনতলা মল্লিকপাড়ার তালেবুর রহমান ওরফে তাল্লুর ছেলে মেহেদী হাসান হিমেল, শান্তি পাড়ার ইউনুছ আলীর ছেলে আকাশ, আরামপাড়ার মোবারক হোসেনের ছেলে কালাম, মাঝের পাড়ার ইমদাদুল হকের ছেলে রকি ও একই এলাকার জিনারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম রানাকে এক দিনের রিমান্ডে নেয় সদর থানা পুলিশ। গতকাল তাঁদের রিমান্ড শেষ হলে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার (ওসি) তদন্ত লুৎফুল কবির বলেন, অ্যাড. শফিকুল ইসলাম শফির ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় তিনজনসহ মোট ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করলে শুক্রবার রাত থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই চলছে।