শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। তিনি সন্ধ্যার পর শংকরচন্দ্র ইউনিয়ন দুটি ও কুতুবপুর ইউনিয়ন ৪ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এরপর রাতে সরোজগঞ্জের বোয়ালিয়া পূজা মন্ডপ, সিন্দুরিয়া পূজা মন্ডপ, হাসানহাটি পূজা মন্ডপ, মর্তুজাপুর পূজা মন্ডপ, সরোজগঞ্জ বাজার সংলগ্ন কাছারিপাড়া পূজামন্ডপ ও নেহালপুর পূজা মন্ডপ পরিদর্শন করেন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পরে মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে শরীফুজ্জামান শরীফ বলেন, শারদীয়া দুর্গা উৎসবের মধ্য দিয়ে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। কারণ তারেক রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে, নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আর এম মুকুল, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টন, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।