নিউজ ডেস্ক:
চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩২৩ কোটি ৯০ লাখ ডলার। এর বিপরীতে গত মাসে ৩২০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুসারে, গত ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার।
প্রতিবেদন থেকে আরো জানা গেছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাসে তৈরি পোশাক খাতে ২৬০ কোটি ৫০ লাখ ২০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে এ সময়ে আয় হয়েছে ২৪৭ কোটি ৯২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
ফ্রোজেন ও লাইভ ফিস খাতে গত মাসে ৫ কোটি ৯৪ লাখ ২০ হাজার ডলারের রপ্তানি আয় হয়েছে। লেদার ও লেদার পণ্যে আয় হয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার। পাট ও পাটজাত পণ্যে আয় হয়েছে ৬ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার।