নিউজ ডেস্ক:
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকে উৎসাহিত করতে কর অব্যাহতির সুবিধা আরো বাড়ানো হয়েছে। এবার বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অধীনে ভূমি বিক্রয় দলিল রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ফি মওকুফ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প প্রশাসন থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ওই বিভাগের যুগ্ম সচিব পারভীন বানুর সই করা প্রজ্ঞাপন সূত্রে বিষয়টি জানা গেছে।
২৬ সেপ্টেম্বর জারি করা এ আদেশ ২১ সেপ্টেম্বর থেকে কার্য্কর ধরা হয়েছে। আদেশে বলা হয়েছে, স্ট্যাম্প আইন ১৮৯৯ সালের ৯ ধারা প্রদত্ত ক্ষমতাবলে ও ২০১০ সালের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইনের ৪ ধারার অধীনে প্রতিষ্ঠিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং ঘোষিত অর্থনৈতিক অঞ্চলের ভূমি ও ভূমি বলিয়া উল্লিখিত মালিক উদ্যোক্তাগণ এবং উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে গঠিত কনসোর্টিয়াম বা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি (বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার) বরাবর ভূমি বিক্রয়ের উদ্দেশ্যে সম্পাদিত বিক্রয় দলিল রেজিস্ট্রেশনের ওপর প্রযোজ্য সমুদয় স্ট্যাম্প ডিউটি মওকুফ করা হলো।
এর আগে ২০১৬ সালের জানুয়ারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারী ডেভেলপার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বিভিন্ন দলিলের ওপর স্ট্যাম্প ডিউটি মওকুফ বা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর।
এ ছাড়া বিভিন্ন সময়ে অর্থনৈতিক অঞ্চলে ১০ বছরের কর অবকাশ সুবিধা, গাড়ি আমদানিতে করমুক্ত সুবিধা এবং অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে নিয়োগকৃত বিদেশি নাগরিকদের বিশেষ কর সুবিধাসহ বেশকিছু ঘোষণা আগে থেকেই অব্যাহত আছে।
বর্তমানে সরকারি ও বেসরকারিভাবে অনুমোদিত মোট ৩৭টি অর্থনৈতিক অঞ্চল আছে। আগামী ১৫ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা রয়েছে।
সরকারি অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলগুলো হলো : সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল (বঙ্গবন্ধু সেতুসংলগ্ন স্থান), বাগেরহাট অর্থনৈতিক অঞ্চল, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, আনোয়ারা (গহিরা) অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল (মৌলভীবাজার), গাজীপুরের শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (জাপানিজ ইকোনমিক জোন), সাবরাং ট্যুরিজম বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বরিশালের আগৈলঝাড়া অর্থনৈতিক অঞ্চল, আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল-২, কেরানীগঞ্জে ঢাকা আইটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জ অর্থনৈতিক অঞ্চল-২, ভোলা অর্থনৈতিক অঞ্চল, আশুগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল, পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল, নীলফামারী অর্থনৈতিক অঞ্চল, নরসিংদী অর্থনৈতিক অঞ্চল, মানিকগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, ঢাকার দোহারের অর্থনৈতিক অঞ্চল, হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল, শরীয়তপুর অর্থনৈতিক অঞ্চল, জালিয়ারদ্বীপ অর্থনৈতিক অঞ্চল (টেকনাফ), নাটোর অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজারে মহেশখালী অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-২ ও ৩, কক্সবাজার ফ্রি ট্রেড জোন (মহেশখালী) এবং শরীয়তপুর অর্থনৈতিক অঞ্চল-২।
অন্যদিকে বেসরকারি অর্থনৈতিক অঞ্চগুলো হলো : মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল, মেঘনা অর্থনৈতিক অঞ্চল, ফমকম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, এ কে খান বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল ও গার্মেন্টস শিল্প পার্ক।