1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
অভিন্ন প্রশ্নে এসএসসি সমমানের পরীক্ষা শুরু | Nilkontho
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট, ১৭ জানুয়ারি ২০২৫ বাছুর দেওয়ার কথা বলে ফটোসেশন করে হাতে খিচুড়ি ধরিয়ে দিল এনজিও উল্লাসের পরদিনই গাজাবাসীকে হতাশ করল ইসরায়েল জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রথম গেজেট প্রকাশ শীতার্ত মানুষের পাশে ইবি শাখার গ্রীন ভয়েস চুয়াডাঙ্গা বদরগঞ্জে মূল্য তালিকা না থাকায় দুই মুদি দোকানে ২ হাজার টাকা জরিমানা চুয়াডাঙ্গায় জামায়াতে কর্মী সম্মেলন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে আমির ডাঃ শফিকুল রহমানের পথসভা নিহাল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন শ্রীবরদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য স্মারকলিপি প্রদান চুয়াডাঙ্গা কুতুবপুরের পৃথকভাবে  জীবনার মাঠে থেকে  অবৈধভাবে মাটি উত্তোলনের সময়ে মোবাইল কোর্ট পরিচালনায় ৪টি ট্রাক্টর ১টি ভেকুগাড়ি জব্দ  রাবি হতে ইউজিসি-পিএসসিতে সদস্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী শুক্রবার মেডিকেলে ভর্তি পরীক্ষা, পরীক্ষাকেন্দ্রে যেসব জিনিস নিষিদ্ধ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু সীমান্তে লাশ দেখলে তারকাঁটা ভেঙে দেব: সারজিস আলম রুয়েটে স্টেম শিক্ষার্থীদের নিয়ে সেমিনার নিউমোনিয়ার টিকা কি এইচএমপিভি সংক্রমণ ঠেকাতে পারবে? জয় আমার বান্ধবীর স্বামী, গুঞ্জন ছড়াবেন না: পরীমণি কোনো ভোটই রাতে হবে না : ইসি মাছউদ

অভিন্ন প্রশ্নে এসএসসি সমমানের পরীক্ষা শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

প্রথমদিনে চুয়াডাঙ্গায় ৩৮ ও মেহেরপুরে ৪২ পরীক্ষার্থী অনুপস্থিত
নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন গতকাল সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা ১ম পত্র এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ পরীক্ষায় ১০৩৮৭ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ২৪ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। অনুপস্থিত এবং বহিষ্কারের দিকে শীর্ষে ছিল মাদরাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে অনুপস্থিত ৩৭৮৮ জন আর বহিষ্কার হয়েছেন ৬ জন পরীক্ষার্থী। এরপরই কারিগরি শিক্ষাবোর্ড। এ বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ১৬২১ জন, বহিষ্কারের সংখ্যা ১৩ জন। তৃতীয় অবস্থানে ঢাকা শিক্ষাবোর্ড, এ বোর্ডের অনুপস্থিতির সংখ্যা ১৩৯৬ জন। এছাড়াও রাজশাহী বোর্ডে ৭৬২, কুমিল্লায় ৬৩১, যশোর ৪৬৩, দিনাজপুরে ৫৪১, সিলেটে ৩১৮, বরিশালে ৩৯০, চট্টগ্রাম বোর্ডে ৪৭৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সাধারণ ৮টি বোর্ডে ৫ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এরমধ্যে ৩ জন বহিষ্কার হয়েছেন বরিশাল বোর্ড। এছাড়া ঢাকা ও দিনাজপুর শিক্ষাবোর্ডে একজন করে বহিষ্কার হয়েছে। বাকি বোর্ডে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
চুয়াডাঙ্গা: শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবারের এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা। গতকাল শনিবারের পরীক্ষায় কোথাও কোন ধরণের বিশৃঙ্খলা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় মোট ৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে। প্রশ্নফাঁস রোধে প্রথমবারের মতো খাকি খামের পরিবর্তে এ্যালুমিনিয়াম ফয়েল পেপার খামে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। এ কারণে প্রশ্নপত্র ফাঁসের কোন আশংকা নেই বলে দাবি সংশ্লিষ্টদের। এ ছাড়া বিশেষ পদ্ধতিতে প্রকিটি কক্ষে ভিন্ন সেট (ক, খ, গ, ঘ) নির্ধারিত প্রশ্নে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার্থীদের।
তথ্য মতে, প্রথম দিনের পরীক্ষায় জেলার মোট ১২ হাজার ৫৩ জন পরীক্ষার্থীর মাঝে ১২ হাজার ১৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাকি ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে- এসএসসি (সাধারণ) বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষায় মোট ৩ হাজার ৫৫৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিতির সংখ্যা ছিল ৯ হাজার ৫৩২ জন। অনুপস্থিত ২৫ জন। এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষায় মোট ১ হাজার ৪২০ পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিল ১ হাজার ৪১০ জন। অনুপস্থিত ১০ জন। দাখিল কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৭৬ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৭৩ জন। অনুপস্থিত ৩ জন।
এদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথমদিন থেকেই কেন্দ্রগুলোতে ছিল কড়া নিরাপত্তা। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা, অনিয়ম এড়াতে এবং প্রশ্নফাঁস রোধে সার্বক্ষণিক চারটি ভিজিলেন্সটিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট ও পুলিশ সদস্যরা মাঠে ছিলেন। বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, সিভিল সার্জন ডা. খায়রুল আলম ও কেন্দ্র সচিব রেবেকা সুলতানাকে সঙ্গে নিয়ে কেন্দ্রের বেশ কয়েকটি কক্ষ পর্যবেক্ষণ করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। পরে সেখান থেকে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক।
সাংবাদিকদের সঙ্গে প্রসঙ্গ কথায় জেলা প্রশাসক বলেন, ‘পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার প্রশ্নপত্রও অত্যন্ত মানসম্পন্ন হয়েছে জানিয়ে বলেন, ‘পরীক্ষার্থীরা সাবলীলভাবে তাদের প্রশ্নের উত্তর লিখতে পেরেছে। প্রশ্নপত্র ফাঁসসহ সকল প্রকার অনিয়ম রোধে সার্বক্ষণিক কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’
আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার ৮টি কেন্দ্রে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৩ হাজার ৮শ’ ২৪ জন পরীক্ষার্থী। গতকাল শনিবার বাংলা ১ম পত্র পরীক্ষায় আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৮শ’ ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত, কলেজ কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ৩শ’ ১৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৪৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩ জন অনুপস্থিত। আলমডাঙ্গা আলিম সিদ্দিকীয়া মাদ্রসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় কোরআন মজিদ ও তাজবীদ বিষয়ে ২শ’ ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত। মুন্সিগঞ্জ একাডেমী ও বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৭শ’ ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত। এছাড়াও হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৬শ’ ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানসহ ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন করে অফিসার সার্বক্ষণিক দায়িত্বরত ছিলেন।
দর্শনা: দর্শনায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুইটি পরীক্ষা কেন্দ্রে ৮২৪ জন ছাত্রছাত্রীর মধ্যে দুই জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিলেন বলে কেন্দ্র সচিব প্রধান শিক্ষক নাসীর উদ্দিন জানিয়েছেন। এদের মধ্যে নিয়মিত ২৮১ জন ছাত্র ও ২৭৪ জন ছাত্রী এবং ২২২ অনিয়মিত ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। গতকাল অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় ৮২৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে একজন ছাত্র ও একজন ছাত্রী অনুপস্থিত ছিল। বাকি ৮২২ জন ছাত্রছাত্রী বাংলা পরীক্ষায় অংশ নিয়েছে। মেমনগর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাফিস সুলতানা এসএসসি পরীক্ষা কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দুইটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে কোন ছাত্রছাত্রী বহিস্কার হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
জীবননগর: সারা দেশের ন্যায় জীবননগরে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৪১৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছে ২ হাজার ৪০৭ জন ছাত্র-ছাত্রী। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহনের জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিত করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ হতে। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা করা হয়। নকল রোধসহ মোবাইল ফোন ব্যবহার প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রসমূহে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা নিয়োগ করা হয়। এছাড়া পরীক্ষা গ্রহনের সাথে সরাসরি সম্পৃক্ত নন, এমন কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ স্কুলেই পরীক্ষা কেন্দ্রের কক্ষগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। জীবননগর উপজেলায় ১১টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়ে ২৭০জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ২৬৮জন, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩০জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ৩২৬জন এবং জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোকেশনালে ১৪৭জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ১৪৫জন। বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম শহরের বেশ কয়েকটি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে সব ধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ সময় তার সাথে ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল।
মেহেরপুর: যশোর শিক্ষা বোর্ডের অধীনে মেহেরপুর জেলাতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গতকাল শনিবার সকাল ১০টার সময়। জেলার ৩ উপজেলায় ১৬টি কেন্দ্রে ৮ হাজার ৫শ’ ৬ জন এসএসসি, ২টি কেন্দ্রে ৭শ ৩০ জন দাখিল এবং ৪টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ১০ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ৪২ জন পরীক্ষার্থী ১ম দিন অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২০ জন, দাখিলে ১৬ জন এবং ভোকেশনাল বিভাগে ৬ জন রয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পরপরই মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক আতাউল গনি বলেন, জেলার সবকটি কেন্দ্রে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পায়নি। পরীক্ষার্থীদের মধ্যে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩১০জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯১৪ জন, আমঝুপি মাধ্যামিক বালিকা বিদ্যালয়ে ৮৮০ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র ৭৬৭ জন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র ৪৪৩ জন, বামুন্দী নিশিপুর মাধ্যামিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্র ৭১৪ জন, জুগিরঘোপা মাধ্যামিক বিদ্যালয় কেন্দ্র ৩৬৫ জন, মুজিবনগর সরকারি মাধ্যামিক বিদ্যালয় ১ হাজার ১৬৩ জন, সাহেবনগর কেন্দ্রে ৩৮৫ জন, বামুন্দী মাধ্যামিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫৯৮ জন, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩৩৯ জন এবং রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে দাখিল পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদীর মাদ্রাসা কেন্দ্রে ৪৬৮ জন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৬২ জন। এসএসসি ভোকেশনালে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫২৭ জন, দারিয়াপুর মাধ্যামিক বিদ্যালয় কেন্দ্র ১৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।
মুজিবনগর: মুজিবনগর উপজেলায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় ১ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম এবং হল সুপার মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন। গতকাল শনিবার সকাল ১০টার সময় উপজেলার একটি মূল কেন্দ্র, একটি ভেন্যু কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে ২ জন ছাত্রী অনুপস্থিত ছিল। এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ১৫টি এবং দামুড়হুদা থানার নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৯৯১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করছে। বিজ্ঞান বিভাগে ৩২৭ জন, মানবিক বিভাগে ৬২২ এবং ব্যবসা শিক্ষায় ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। এর মধ্যে ছাত্রী ৫৫৮ জন এবং ছাত্র ৪৩৩ জন।
হরিণাকু-ু: সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকু-ুতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৯ এর প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষা। উপজেলার ৬টি কেন্দ্রে ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও ৩টি ভোকেশনাল প্রতিষ্ঠানের মোট ২ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী চলতি বছর পরীক্ষায় অংশগ্রহন করছে। সকাল ১০টা থেকে একযোগে দুপুর ১টা পর্যন্ত নকলমুক্ত, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরিক্ষার প্রথম দিন অতিবাহিত হওয়ায় পরিক্ষার সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন।

 Save as PDF

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১