নিউজ ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে নির্মাণাধীন ট্রেড সেন্টারের অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ দুপুর থেকে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। উচ্চ আদালতের নির্দেশক্রমে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযানে নির্মাণাধীন ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় টিনের বেড়া দিয়ে বানানো স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সোয়েব মাহমুদ জানান, মার্কেটের ভেতরে টিনের বেড়া দিয়ে অস্থায়ী দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে। বেজমেন্টের দোকানগুলো নিয়ে মামলা চলমান থাকায় আপাতত সেসব উচ্ছেদ করা হচ্ছে না। জানা যায়, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে নির্মাণাধীন ভবনটি দখল করে রাখা হয়েছে।