অবৈধভাবে বালু উত্তোলন, ৩ যুবকের কারাদ-!

0
50

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন মোবাইল কোর্ট। দ- পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ছাতিয়ান গ্রামের হুরমুজ আলীর ছেলে হানিফ (৩৮), পুরাতন মটমুড়ার আব্দুস সামাদের ছেলে ইকবাল হোসেন (৩৭) ও সদর উপজেলার পিরোজপুর গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (৩০)।
মোবাইল কোর্ট সূত্র জানায়, পুরাতন মটমুড়া গ্রামে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪/৫ ধারা মোতাবেক আসামিরা দোষ স্বীকার করায় তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। গতকাল বুধবার বিকেল চারটার দিকে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকার এ দ- প্রদান করেন। দ-িত ব্যক্তিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।