অবৈধপথে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে একজন আটক

0
14

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

মহেশপুর মাটিলা সীমান্তে দিয়ে ভারতে গমনের সময় ৫৮বিজিবির হাতে একজন আটক। মহেশপুর বিজিবি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় মাটিলা সীমান্তে ৫২/২২নং পিলার আর এর নিকট হতে টহল বিজিবি উপজেলার মাটিলা মাঠের ভিতর থেকে একজনকে আটক করে। সে ঢাকা জেলার ডেমরা থানার বাহির টেংরা গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে বাবুল হোসেন (৩১)। সে অবৈধ পথে ভারতে গমন করছিল। এ বিষয়ে বৃহস্পতিবার মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।