অপহরণের ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার!

0
8
?????????????????????????????????????????????????????????

নিউজ ডেস্ক:অপহরণের মামলা দায়ের করার প্রায় ৩ মাস পর মামলার প্রধান আসামীকে আটক করেছে মেহেরপুরের ডিবি পুলিশ। একই সাথে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। গতকাল রবিবার ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রাম থেকে তাদের উদ্ধার ও আটক করে। জানা গেছে, ২০১৮ সালের ৬ নভেম্বর মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহসান হাবিব একই গ্রামের শুকুর আলীর মেয়ে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিধ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী জলি খাতুনকে অপহরণ করে। এ ঘটনায় জলির মা শেফালী খাতুন বাদি হয়ে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) (৩) এর ৭/৩০ ধারায় আহসান হাবিবসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে মামলার দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশের হাতে। এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে ডিবির এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামের কাসেম আলীর বাড়ি থেকে মামলার প্রধান আসামী আহসান হাবিবকে আটক করে এবং স্কুলছাত্রী জলিকে উদ্ধার করে।