অপরিচিত ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশকে জানান

0
8

গুজব প্রতিরোধে জীবননগরে লিফলেট বিতরণকালে ওসি শেখ গনি মিয়া
নিউজ ডেস্ক:জীবননগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি ও গুজব প্রতিরোধে লিফলেট বিতরণ করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জীবননগর থানার পুলিশ সদস্যরা এ লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া জনসাধারণের উদ্দেশে বলেন, ‘কোনো ভয়ের কারণ নেই, আপনারা কোনো গুজবে কান দেবেন না। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। আপনার এলাকায় কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহ হলে থানার পুলিশকে সংবাদ দেবেন, আমরা সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। কাউকে মারধর করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না।’