অনৈতিক সম্পর্ক: বিধবার সাথে ইউপি মেম্বারের বিয়ে

0
8

নিউজ ডেস্ক:বিধবা নারীর সাথে বাঁশ বাগানে দেখা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে মোমিনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার। অবশেষে জনতার চাপে চেয়ারম্যানের উপস্থিতিতে নিজের থেকে ১৫ বছরের ছোট বিধবা নারীর সাথে ২ লাখ টাকা কাবিনে বিয়ে করতে বাধ্য হলেন টেংরামারী’র মেম্বার লুৎফর রহমান। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেংরামারী গ্রামের ওই বিধবা মহিলার বাড়ির পাশে বাঁশ বাগানে দেখা করতে গেলে স্থানীয়রা আটক করে কাজী ডেকে তাদের বিয়ে দেয়। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের সদস্য টেংরামারী গ্রামের লুৎফর রহমান (৪৫) একই এলাকার বিবাহিত দুই সন্তানের জননী বিধবা সাহিদার (৩২) সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরেই চলছে তাদের এ অনৈতিক সম্পর্ক। রাতের আধারে ওই মহিলার বাড়িসহ আশেপাশের বাগানে ক্ষেতে খামারে প্রায়ই একসাথে দেখা যেতো তাদের। অবশেষে গতকাল রাতের আধারে ওই মহিলার বাড়ির পাশে বাঁশ বাগানে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে বিয়ে দেওয়ার দাবি তোলে। বেরসিক জনতা মেম্বারকে আটক করলে ঘটনাস্থলে আসে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক জোয়ার্দ্দার। প্রথমে বিয়ে করতে না চাইলেও অবশেষে জনতার চাপে কাজী ডেকে ২ লাখ টাকা কাবিনে বিয়ে দেওয়া হয় তাদের। শেষ খবর পাওয়া পর্যন্ত বিয়ের পর নিজ নিজ বাড়ি রাখা হয়েছে তাদের।