নিউজ ডেস্ক:
অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি নামে আরেকটি নতুন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
নতুন এই প্রতিষ্ঠানটিসহ এখন বাংলাদেশে মোট আর্থিক প্রতিষ্ঠানে সংখ্যা দাঁড়াল ৩৪টিতে।
সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ৪(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গত ৬ জুন অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি লিমিটেডকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।