জীবননগর ডিগ্রি কলেজে বিক্ষুব্ধ ছাত্রদের তালা!
নিউজ ডেস্ক:এইচএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেয়ার দাবিতে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে জীবননগর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে জীবননগর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। উদ্ভুত এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের নিয়ে কলেজে বৈঠকে বসেন।
জানা যায়, আসন্ন এইচএসসি পরীক্ষা দিতে জীবননগর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়। অকৃতকার্য এ শিক্ষার্থীরা এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে কলেজের অধ্যক্ষ, কলেজ গভর্নিং বডির সভাপতিসহ বিভিন্ন মহলে ধরণা দিতে শুরু করে। কিন্তু এতে কোন কাজ না হওয়ায় শেষ অবধি বুধবার দুপুরে কলেজে এসে অধ্যক্ষের কার্যালয়, অফিস রুমসহ মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে ক্ষোভ শুরু করে। এসময় কলেজে আটকা পড়েন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। খবর পেয়ে কলেজ গর্ভনিং বডির সভাপতি জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আখতার বলেন, কলেজে শিক্ষার্থীরা যে দাবি করেছিলো এ বিষয়টি নিয়ে কলেজের শিক্ষকরা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে কলেজে বৈঠকে বসে তার সমাধান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বলেন, জীবননগর ডিগ্রি কলেজে ২য় বর্ষের শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহন করতে না দেওয়ায় শিক্ষার্থী কলেজে তালা মেরেছে বলে জানতে পারি। এ সংবাদ পাওয়ার পর আমি কলেজে যায় এবং বিষয়টি নিয়ে সবায় মিলে সমাধান করি। সমস্ত দিক বিবেচনা করে ১৮জন শিক্ষার্থীকে এইচ এসসি পরীক্ষার ফরম পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়।