নিউজ ডেস্ক:
৭ মে রবিবার ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’র পরিচিতি সভা। নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে। এ উপলক্ষে সর্বস্তরের প্রবাসীর মধ্যে ভিন্ন এক আমেজ পরিলক্ষিত হচ্ছে। কারণ, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিকদের সরব উপস্থিতি ঘটবে এতে।
কম্যুনিটির বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের করণীয় সম্পর্কেও দিক-নির্দেশামূলক বক্তব্য উপস্থাপিত হবে। একই সঙ্গে, বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা এবং কম্যুনিটির সাথে মিডিয়ার সম্পর্ক নিবিড় করা নিয়েও কথা হবে।
মিডিয়া কর্মীদের চলমান সমস্যা এবং এ থেকে উত্তরণের প্রসঙ্গও থাকবে এ সমাবেশে। এ জন্য কর্মরত সাব কমিটির আহবায়ক মীর ই ওয়াজিদ শিবলী, সদস্য সচিব মিজানুর রহমান এবং প্রধান সমন্বয়কারী রাশেদ আহমেদ এক যুক্ত বিবৃতিতে আমন্ত্রণপত্র সংগ্রহকারী সকলকে সন্ধ্যা ৭টার মধ্যেই বলরুমে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ পরিচিতি সমাবেশে মিডিয়া কর্মীরাও নিজেদের সমস্যা নিয়ে আলোকপাত করবেন। তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে প্রবাসীরা কীভাবে সহায়তা করতে পারেন সেটিও আসবে আলোচনায়। মতবিনিময়ের পরই জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। আর সমাপনীতে থাকবে মজাদার ডিনার।
প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে ক্লাবের সদস্যগণকে যথাসময়ে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিগণকে স্বাগত জানাবেন বলে আশা পোষণ করেছেন।
ইতিমধ্যেই ক্লাবের কর্মকর্তারাও বিশিষ্টজনদের সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা করেছেন সর্বাত্মক সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়া নিয়ে। সকলেই আন্তরিক অর্থে সহযোগিতার কথা বলেছেন। নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার নিজাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ, আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের সিইও/প্রেসিডেন্ট এবং মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল, আইটি সেক্টরে বাংলাদেশিদের চাকরি পাইয়ে দিতে নিরন্তরভাবে কর্মরত পিপল এন টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও কম্যুনিটি এ্যাক্টিভিস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ এবং আলহাজ্ব সোলায়মান ভূইয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী, সেক্টর কমান্ডার ফোরামের নেতা নূরল আলম বাবু, জামালপুর জেলা সমিতির সভানেত্রী মোর্শেদা জামান, কক্সবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নূরল আজিম, মিরেসরাই উপজেলা সমিতির প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজকর্মী কাজী নয়ন, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজকর্মী মো. কাদের মিয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের নেতা বাবরউদ্দিন, বাংলাদেশী-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, জাসাসের কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীন, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট ইকবাল হায়দার, বাংলাদেশ সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম সমিতি, বিয়ানিবাজার সমিতি, জালালাবাদ এসোসিয়েশন, নাটাব ছাড়াও ডজনখানেক সংগঠনের নেতৃবৃন্দ।