শনিবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটের এনায়েত বেপারী বিশাল এ মাছ কিনে নেন। বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোলার দৌলত খা এলাকার ইকবাল মাঝি নামে এক জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে অন্য মাছের সঙ্গে একটি পাখি মাছ শিকার করেন। মাছটি শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাটের ফারুক মৎস্য আড়তে নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় এনায়েত বেপারী কিনে নেন। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমে।