মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ ৪র্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় সমস্কেল প্রদান, অবসর ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন। গতকাল রবিবার দুপুরে সংগঠনটির সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জেলা প্রশাসক পরিমল সিংহের হাতে স্মারকলিপি তুলে দেন। তাদরে অণ্যান্য দাবিগুলে হলো ঝুঁকিভাতা, রেশনিং ব্যবস্থা চালু, ঢাকার আশেপাশে গ্রাম পুলিশ প্রশক্ষিণ সেন্টার স্থাপন ও গ্রাম পুলিশের ছেলে-মেয়েদের বিভিন্ন সরকারি চাকুরিতে ১০ ভাগ অগ্রাধীকার প্রদান করতে হবে।
সভাপতি মনিরুল ইসলাম বলেন, সারাদেশে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৪৫ হাজার ৬৭০ জন গ্রামপুলিশ কর্মরত রয়েছে। তারা প্রায় ৭০ ধরনের কাজ করে থাকেন। অথচ একজন দফাদারের বেতন ৩ হাজার ৪০০ টাকা আর একজন মহল্লাদারের বেতন মাত্র ৩ হাজার টাকা। এ টাকা দিয়ে গিয়ে সংসার চালানোই দায়। অনতিবিলম্বে ৫ দফা দাবির বাস্তাবায়ন চান গ্রামপুলিশরা।
এসময় সেখানে জেলা গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন ট্রেন্ডার সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুলতান, সদর থানা গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন সভাপতি বোরহান উদ্দিন, গাংনী সভাপতি আবেদ আলী, মুজিবনগর সভাপতি আব্দুর হান্নানসহ জেলা সকল গ্রামপুলিশ কর্মচারীরা উপস্থিত ছিলেন।