দর্শনা আইসিপি চেকপোস্টে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্টে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকা মূল্যের ৪টি সোনার শিকলসহ দুজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের ওই সোনাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বরিশাল জেলার বানিরীপাড়া উপজেলার দড়িকর গ্রামের মৃত নুরুল হকের ছেলে সৈয়দ রুমান (৩০) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জিদপুর গ্রামের হাজি শরাফত শরীফের ছেলে মেসরিন (৪২)।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে দর্শনা আইসিপি টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর হোসেন ফোর্সসহ জেলার দামুড়হুদা থানার অন্তর্গত আইসিপি চেকপোস্ট থেকে রুমান ও মেসরিনকে আটক করেন। পরে তাঁদের কাছ থেকে ১ কেজি ২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের ৪টি সোনার শিকল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান জানান, জব্দ হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ২০ হাজার টাকা। জব্দ হওয়া সোনার শিকল চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে এবং আসামিদের দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।