২০৪টি কার্ডের বিপরীতে ২ হাজার ১৩৮টি আবেদন

0
12

তিতুদহে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র সংগ্রহ

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার তিতুদহে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (ঘওউ) কার্ড সংগ্রহ করা হয়েছে। সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে তৃতীয় ধাপে মোট ২০৪টি কার্ডের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজর ১শ’ ৩৮ জন।
জানা গেছে, গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য তিতুদহ স্কুলমাঠে চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন তৃতীয় ধাপে ভাতা দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (ঘওউ) কার্ড সংগ্রহ করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের এই কার্যক্রম। এ বছর তিতুদহ ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা তৃতীয় ধাপে মোট ভাতার কার্ড দেওয়া হবে ২০৪টি। যার বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ১শ’ ৩৮ জন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার তালিকা হাতে পেয়েছি এবং এক সপ্তাহের ভিতরে এর ফলাফল জানিয়ে দেব।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মৌমিতা পারভীন জানান, তিতুদহ ইউনিয়ন থেকে ২ হাজার ১শ’ ৩৮টি জাতীয় পরিচয়পত্র (ঘওউ) কার্ড সংগ্রহ করেছি। তবে এর মধ্যে থেকে যাচায়-বাছাই করে প্রাপ্ত ভাতার অধিকারীদেরকেই ভাতার কার্ড দেওয়া হবে। যাচায়-বাছাই করে যারা ভাতার কার্ডের প্রাপ্য এমন কেউ যেন বাদ না পড়ে, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। আর এ বিষয়ে যেন কোন দুর্নীতি না হয়, সেদিকেও আমাদের নজর থাকবে।
এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন জানান, উপজেলা থেকে আমাকে এ বিষয়ে কেউ কোন কিছু জানায়নি, এ কারণে আমি সেখানে যায়নি। তবে আমি চাই, যারা কার্ডের প্রাপ্ত তারাই যেন পায় এই কার্ড পান।
এ বছর তিতুদহে বিধবা ভাতার কার্ড পাবে ২৪ জন, তার বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৩৩ টি। প্রতিবন্ধী ভাতার কার্ড পাবে ৬০ জন, তার বিপরীতে আবেদন জমা পড়েছে ১৬০টি এবং বয়স্ক ভাতার কার্ড পাবে ১২০ জন, তার বিপরীতে আবেদন জমা পড়েছে ১১৪৫টি। সর্বমোট ৩ ধাপে ২০৪টি কার্ডের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ১শ’ ৩৭টি।