১৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক-৩

0
12

কোটচাঁদপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর ১৭৭ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন নারী মাদকব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী জোহরা খাতুন (৪০), একই গ্রামের মৃত রেজাউল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৪৮) এবং মৃত রজব আলী মন্ডলের ছেলে ফজল মন্ডল (৫০)।
এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টায় কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নিরব হোসেন এবং এএসআই আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সোয়াদী গ্রামের বৈদ্যনাথতলা নামক স্থান থেকে তাদেরকে আটক করেন। তিনি আরো বলেন, এরা পেশাদার মাদকব্যবসায়ী। এদের মধ্যে জহুরা বেগমের বিরুদ্ধে রাজবাড়ী, চুয়াডাঙ্গা ও জীবননগর থানায় ৭টি এবং শিউলী বেগমের নামে রাজবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে এসআই নিরব হোসেন বলেন, এই তিন মাদকব্যবসায়ী ভ্যানযোগে জীবননগর থেকে দুটি বড় ধরনের ব্যাগ ভর্তি মুড়ির মধ্যে ১৭৭ বোতল ফেন্সিডিল লুকিয়ে কোটচাঁদপুরের দিকে নিয়ে আসছিল। আমরা আগে থেকে জানতে পেরে এ মাদকব্যবসায়ীদেরকে আটক করতে সক্ষম হই।