ডুগডুগি গরুর হাটে গরু কিনতে এসে বিপত্তি, অজ্ঞান পার্টির খপ্পরে
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার ডুগডুগি গরুর হাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১০ লাখ টাকা খোয়ালেন আবুল হোসেন (৪০) নামের এক গরু ব্যবসায়ী। গতকাল সোমবার বেলা দুইটার দিকে ডুগডুগি গরুর হাটে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অপর গরু ব্যবসায়ী রাজা মিয়া আবুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আবুল হোসেন চট্টগামের চন্দ্রনাইশ থানার হাসনদা-ী গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে। জানা যায়, গত রোববার আবুল হোসেন একই এলাকার গরু ব্যবসায়ী রাজা মিয়ার সঙ্গে গরু কিনতে চট্টগ্রাম থেকে চুয়াডাঙ্গায় আসেন। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গরুর হাটে গরু কিনতে যান তাঁরা। সেখানে দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য আবুল হোসেন পাশের একটি গাছের নিচে বেঞ্চে বসেছিলেন। আর রাজা মিয়া গরু কেনার জন্য হাটের মধ্যে ঘুরছিলেন। রাজা মিয়া কিছুক্ষণ পর আবুল হোসেনকে ফোন করলে কোনো সাড়া না পেয়ে খুঁজতে এসে অচেতন অবস্থায় তাঁকে দেখতে পান। পরে আবুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। রাজা মিয়া জানান, চট্টগ্রাম থেকে আসা গরু ব্যবসায়ী আবুল হোসেনের নিকটে থাকা গরু কেনার ১০ লাখ টাকা পাওয়া যাচ্ছে না।