হিজলগাড়ী-ডিঙ্গেদহ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে

0
12

এনজিওকর্মী রুবেল মারাত্মক জখম

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী-ডিঙ্গেদহ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মারাত্মকভাবে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে অবস্থিত সিও এনজিও শাখা অফিসের ফিল্ড অফিসার রুবেল হোসেন (২৭) মোটরসাইকেলযোগে নেহালপুর গ্রামে সমিতির কিস্তির টাকা আদায় করতে যাচ্ছিলেন। এ সময় ডিঙ্গেদহ থেকে হিজলগাড়ী অভিমুখে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন মোটরসাইকেলচালক রুবেল হোসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বি এম আফজাল হোসেন। সেখান থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ।