নিউজ ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন সেদেশে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক শুরু হয়। পরে কনফারেন্স রুমে দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ত্রিশটির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল ৯টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়া দিল্লিতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এরপর রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
বৈঠকের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি হিন্দি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করবেন। সেখান থেকে হায়দরাবাদ হাউসে বলরুমে যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই দেশের প্রধানমন্ত্রী।