হাত-পা বেধে চালককে নির্যাতন: অভিযুক্ত আটক

0
13

চুয়াডাঙ্গায় ইজিবাইক না চালানোই বিপত্তি : বাড়ি থেকে তুলে নিয়ে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া থেকে এক ইজিবাইক চালককে তুলে নিয়ে হাত-পা বেধে মারধরের অভিযোগ উঠেছে ইজিবাইক মালিক মিনাজের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হাত-পা বাধা অবস্থায় অটো চালক রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। এসময় অভিযুক্ত অটো মালিক মিনাজকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। আহত অটো চালক রিপন (২৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার ভাগ্যবানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ইসলামপাড়ার রিপন শহরের বাগানপাড়ার মিনাজের ব্যাটারিচালিত অটোরিক্সাটি ভাড়ায় চালাতো। গত দু’দিন ধরে অটোটি নষ্ট হওয়ায় চালায়নি আর। এরই জেরে ধরে বৃহস্পতিবার দুপুরে অটো মালিক মিজান সাইকেলযোগে রিপনের বাড়িতে এসে রিপনকে ঘুম থেকে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। পরে হাত-পা বেধে নির্মম নির্যাতন করে ও পিটিয়ে জখম করে। পরে জানাজানি হলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে অটো মালিক মিজানের বাড়ি থেকে রিপনকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত মিনাজকেও আটক করে থানায় নেয়। পরে আহত রিপনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত অটো মালিক মিনাজ চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার আলীর ছেলে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রিপনকে মারধর করেছে এটা সত্য। এসময় অভিযুক্তকে আটক করেছি আমরা। তবে আহত রিপন ও অভিযুক্ত মিনাজ দু’জনের নামে একাধিক মাদকের মামলা আছে সদর থানাসহ বিভিন্ন থানায়। তিনি আরো বলেন, মারধরের ঘটনায় মামলার প্রক্রিয়াধিন। মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মিনাজকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।