হরিণাকু-ুতে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

0
12

নিউজ ডেস্ক:ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার হরিয়ারঘাট গ্রামে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত তরিকুল ইসলাম ভায়না ইউনিয়নের হরিয়ারঘাট গ্রামের জমির উদ্দীন ফকিরের ছেলে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গতকাল সকাল নয়টার দিকে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই হাবিবুর রহমানের সঙ্গে তরিকুল ইসলামের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তরিকুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন হাবিবুর। আহত অবস্থায় তরিকুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে হাবিবুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।