হরিণাকু-ুতে চার ভাইকে পিটিয়ে জখম

0
14

নিউজ ডেস্ক:ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার গোবরাপাড়া গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন গোবরাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে নওয়াব আলী (৫৫), আলম (৪০), তোয়াছেল (৫০) ও আফজেল হোসেন (৪৮)। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত নওয়াব আলী জানান, গতকাল বেলা তিনটার দিকে তাঁরা চার ভাই নিজ গ্রামের মাঠে নিজেদের খেতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের লাচ্চু ও তাঁর ছেলে রহিম মেম্বার দলবল নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁরা চার ভাই গুরুতর জখম হন। হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গোবরাপাড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিষয়ের বিরোধে চার ভাইকে জখম করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। হরিণাকু-ু স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটার আঘাত রয়েছে।