সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে স্কুল শিক্ষার্থীরা বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছে। ফলে প্রায় সময়ই দূর্ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিষেধ করা সত্তেও এ নিষেধ মানছে না কেউ। গতকাল শুক্রবার সকালে সদর থানার পুলিশ মোটরসাইকেলসহ দুই স্কুল ছাত্রকে আটক করে। তারা হল, শহরের গার্নিং পার্ক এলাকার গোলাম এজদানীর পুত্র হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র তুহিন (১৪) ও একই এলাকার একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র হারাধন দাশের পুত্র আকাশ দাশ (১৩)। পুলিশ জানায়, সম্প্রতি উঠতি বয়সী রোমিওরা স্কুল-কলেজ ছুটির সময় নতুন মডেলের মোটরসাইকেল নিয়ে হেলেদুলে দ্রুত গতিতে স্কুলের আশেপাশে ঘুরাফেরা করে। এতে করে প্রায়ই সময় দূর্ঘটনা ঘটে। কিন্তু অভিভাবকরা এ ব্যাপারে খবরাখবর না নেয়ায় তাদের মোটর সাইকেল চালানো থেকে বিরত রাখা যাচ্ছে না। অনেক অভিভাবকরা জানেন না তারা তাদের কিনে দেয়া মোটর সাইকেল পেয়ে বিপথে যাচ্ছে সন্তানরা। গত ১০ অক্টোবর মহিলা কলেজের সামনে জিসান আহমেদ নামের এক ৯ম শ্রেণীর ছাত্র মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হলে প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সাাড়শি অভিযান চালানো হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়, এক মোটর সাইকেলে ৩ জন এবং কিশোর কর্তৃক মোটর সাইকেল চালানো যাবে না, ফ্যাশনের জন্য মোটর সাইকেল চালানো যাবে না। এরকম করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। পরে আটক দুই জনকে রাতে মুচলেকা রেখে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়।