নিউজ ডেস্ক:
আমেরিকার শিকাগোতে ২৬ বছর বয়সী এক হেয়ারস্টাইলিস্টকে ৪০ বারের বেশি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ অপরাধে উইন্ডহাম ল্যাথাম (৪২) ও অ্যান্ডু ওয়ারেন (৫৬) নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
উইন্ডহাম ল্যাথাম একজন আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক। অ্যান্ডু ওয়ারেন ব্রিটিশ নাগরিক। তিনিওয়ারেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ট্রেজারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন।
উইন্ডহাম ল্যাথাম ও অ্যান্ডু ওয়ারেনকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে বরখাস্ত কর হয়েছে। গত ২৭ জুলাই শিকাগোতে ল্যাথামের ফ্ল্যাটে ট্রেন্টন কর্নেল-দুরানলিউ নামের ওই হেয়ারস্টাইলিস্টের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, ট্রেন্টনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অধ্যাপক ল্যাথাম। আটদিন পলাতক থাকার পর ল্যাথাম ও ওয়ারেন দুনজই আত্মসমর্পন করেছেন।
সূত্র : বিবিসি