এবিএস রনি,শার্শা (যশোর) প্রতিনিধি : আগামী ২২ অক্টোবর একযোগে দেশের ২৩ টি স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেলে বেনাপোল বন্দরের প্রশাসনিক ভবনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ হয়।
মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় সকল প্রার্থী। এ সময় প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমু্খর পরিবেশ তৈরি হয়।
বন্দরের ট্রাফিক পরিদর্শক মনির হোসেন জানান, ভোট প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে বেছে নেব। এতে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠন শক্তিশালী হবে।
বন্দর সূত্রে জানা যায়, ২০১০ সাল থেকে বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের যাত্রা শুরু। দুই বছর পর পর এখানে ভোট অনুষ্ঠিত হয়। দেশের ২৩টি স্থলবন্দরে কর্মরত ১৭৮ জন কর্মচারী নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। প্রতি প্যানেলে কার্যকরী সদস্যের সংখ্যা থাকবে ৯ জন। আগামী ২২ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সবকটি বন্দরের ভোটকেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করবেন। পরে এসব ভোট গণনা শেষে জয়-পরাজয়ের হিসাব হবে।
নির্বাচন কমিশনার ও বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল কার্যক্রম তারা ইতিমধ্যে শুরু করেছেন। আশা করছেন প্রতিবারের মত এবারও তারা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন।