পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মীর শহীদুল ইসলামের সাথে আলমডাঙ্গা
নিউজ ডেস্ক:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এসবি প্রধান মীর শহীদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টায় এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলাল উদ্দীন, নাজমুল হাসান লিমন মল্লিক, সিনিয়র সদস্য আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালমুন আহমেদ ডন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সদস্য সাইফুর রহমান পিন্টু, রোকনুজ্জামান সোহাগ, আব্দুল জব্বার লিপু, রাজিবুল ইসলাম, সিরাজুল ইসলাম, আরমান আলী, মনা, শরিফুল ইসলাম সাকা, সেলিম হোসেন, রিপন, আব্দুল রাজ্জাক, মিশর বিশ্বাস, মোল্লা সেলিম, আসাদ, লাচ্চু, আবু মুসা, আব্দুল লতিফ, নাসিম হোসেন প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মীর শহীদুল ইসলামের সতীর্থ বন্ধু শামসুজ্জোহা সাবু, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম। সৌজন্য সাক্ষাতকালে আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপির কপি মীর শহীদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।