চুয়াডাঙ্গার কেদারগঞ্জে পাইপ লাইন স্থাপনকাজের উদ্বোধন
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুন বাজারে পাইপ লাইন স্থাপনকাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সী রেজাউল করিম খোকন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজরিন পারভীন মলি, ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ফোরকান মিয়া, সাইট ম্যানেজার ফারুক মোল্লা, স্থানীয় মুরব্বি হাজি আফসার উদ্দীন, মানিক মাস্টার, আওয়ামী লীগের নেতা আপেল উদ্দীন, মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, নতুন বাজার কমিটির সহসভাপতি ডা. নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রুমি জোয়ার্দ্দার, স্বেচ্ছাসেবক লীগের নেতা টুকুল, মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাফসির আহমেদ লাল, শাহিন, রিফাত, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, মামুন, পৌরসভার পাইপ লাইন মেকানিক্স আব্দুল জামিল শেখ, আবু বক্করসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন কেদারগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন।চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুন বাজারে পাইপ লাইন স্থাপনকাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সী রেজাউল করিম খোকন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজরিন পারভীন মলি, ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ফোরকান মিয়া, সাইট ম্যানেজার ফারুক মোল্লা, স্থানীয় মুরব্বি হাজি আফসার উদ্দীন, মানিক মাস্টার, আওয়ামী লীগের নেতা আপেল উদ্দীন, মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, নতুন বাজার কমিটির সহসভাপতি ডা. নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রুমি জোয়ার্দ্দার, স্বেচ্ছাসেবক লীগের নেতা টুকুল, মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাফসির আহমেদ লাল, শাহিন, রিফাত, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, মামুন, পৌরসভার পাইপ লাইন মেকানিক্স আব্দুল জামিল শেখ, আবু বক্করসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন কেদারগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। প্রকল্প সূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডির সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিআইআইপি-৩ প্রকল্পের অর্থায়নে নতুন বাজার ফিরোজ রোড মোড় হতে মুন্সিপাড়া মোড়ে বাস্তবায়নাধীন অত্যাধুনিক উৎপাদক নলকূপ পর্যন্ত ৭৫০ মিটার ৮ ইঞ্চি ডায়া উন্নতমানের পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন করা হচ্ছে।এ প্রসঙ্গে পৌর মেয়র জিপু চৌধুরী বলেন, টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে শহরের প্রধান প্রধান রাস্তার শেষ সীমানায় পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। ফলে পরবর্তীতে সড়ক সম্প্রসারণ কিংবা সংস্কারকাজ করা হলে পৌরসভার পাইপ লাইন কোনো সমস্যা সৃষ্টি করবে না। সেই সঙ্গে জনদুর্ভোগ লাভব হবে। কাজটি বাস্তবায়ন হলে সুপেয় পানি সরবরাহে নতুন মাত্রা সৃষ্টি হবে। এ ছাড়া শিগগিরই পৌর শহরের আরও গুরুত্বপূর্ণ রাস্তায় পানি সরবরাহ লাইন স্থাপনকাজ শুরু করা হবে বলে জানান মেয়র।