নিউজ ডেস্ক:
সুইজারল্যান্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে বার্ন শহরে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. গনি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগ সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবু, ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের নর্দার্ন ভেস্টফালেনের সভাপতি যুবরাজ তালুকদার, নুরুল ইসলাম, লোকমান ভূঁইয়া। সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত নেতা-কর্মীরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
সাবেক সভাপতি, নির্বাচন পরিচালনা পরিচালনা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জহির সভাপতিত্বে সদস্য সচিব খলিলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিদায়ী সভাপতি হারুন ব্যাপারী, বিদায়ী সাধারণ সম্পাদক কারার কাউসার।
নির্বাচনে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি পদে তাজুল ইসলাম, নজরুল জমাদার ও হারুন ব্যাপারী এবং সাধারণ সম্পাদক পদে শ্যামল খান, আমজাদ চৌধুরী, লেকু রহমান, কারার কাউসার, ইশরাক আহমেদ নিপুন, কাজী শওকত আজগররিপন, আশরাফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সভাপতি পদে ও শ্যামল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।