সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ উজান থেকে নেমে আশা পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বেড়েছে। গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি না পেলেও কমেনি । বৃহস্পতিবার যমুনার পানি বিপদসীমার ১৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৪৮ টি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই ১৫৬ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে এ পর্যন্ত ৬হাজার ৬ শত ২৩ জন বানভাসী মানুষ আশ্রয় গ্রহন করেছে । বন্যা কবলিত এলাকা গুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের মাঝে আতংক বিরাজ করছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান, যমুনার পানি আজ বৃদ্ধি পায় নাই। তিনি আরো জানান জেলার মোট ৭৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাধের মধ্যে ৬/৭ কিলোমিটার ঝুকির মধ্যে রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জেলার বন্যা নিয়ন্ত্রণ বাধের ঝুকিপুর্ন এলাকা গুলো নজরদারীতে রেখেছে। জেলা ত্রাণ অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ টি উপজেলার ৭৭ হাজার ৮শ’ পরিবারের ৩ লাখ ৪০ হাজার ৭শ’ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ১২ লাখ ৪০ হাজার টাকা ও ১৮২ মেট্রিকটন চাল বিতরন করা হয়েছে।