সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এর তামিম-সরোয়ার গ্রুপের সদস্য তিন সহোদরকে (ভাই) গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত হলো উল্লাপাড়া উপজেলার ওলিপুর দক্ষিণ পাড়া গ্রামের মাকসুদুর রহমানের ৩ ছেলে জেএমবির পলাতক সদস্য মোঃ নাজিবুল বাশার (ওরফে) নাজিম (৩০) মোঃ আব্দুল্লাহ বিন মাকসুদ (ওরফে মাসুদ রানা) (৩২) ও মামুনুর রহমান রশীদ ওরফে মামুন (৩৮)
র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (উপ-পরিচালক) মেজর সাফায়াত আহমেদ সুমন জানান, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর ভোর রাতে সলঙ্গা থানার এরান্দহ গ্রামে জেলা জেএমবির শায়েখ জয়নাল আবেদীনের বাড়ীতে অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় শায়েখ জয়নাল আবেদীন ও তার দুইপুত্রসহ জেএমবির ৪ সদস্যকে আটক করে এবং ৫০টি জিহাদি বই, ১০টি ককটেল, ৫ শতাধিক বোমা তৈরীর স্পিন্টার, এক প্যাকেট গান পাউডার, চার কেজি ভাঙা কাচ উদ্ধার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে নাজিম, মামুন ও মাকসুদের জড়িত থাকার কথা তারা স্বীকার করে। এঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন (মামলা নং ২০/২০১৬)।
এই মামলায় চার্জশীট ভুক্ত আসামী নাজিম, মামুন ও মাকসুদ। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সলঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।