রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের ৩টি ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন গুলো হলো রায়গঞ্জের ঘুরকা, শাহজাদপুরের সনাতনি এবং বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে। ঘুরকা ইউনিয়নে চেয়ারম্যান ও রাজাপুর ইউনিয়নের ১নং ওয়াডের্র সদস্য নিহত হওয়ায় উপনির্বাচন এবং শাহজাদপুর ইউনিয়নের সনাতনি ইউনিয়নে সীমানা নির্ধারণ নিয়ে মামলা নিষ্পতি হওয়ায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘুরকা ইউনিয়নে ১০টি কেন্দ্র ভোটার ২৬ হাজার ৮শ ৯৬, সনাতনি ইউনিয়নে ১২টি কেন্দ্রে ১৮ হাজার ২৬ জন এবং রাজাপুর ইউনয়নের ২টি কেন্দ্রে সাড়ে ৩ হাজার ভোটার ভোট প্রয়োগ করবেন। যথারিতি সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় আইন শৃংখলা মোতায়ন রয়েছে। এছাড়াও জাল ভোট সহ যে কোন ধরনের বিশৃংখলা রোধে ভ্রাম্যমান আদালত টহলে রয়েছে বলে জেলা নির্বাচন অফিসার মোঃ ফরিদুল ইসলাম জানিয়েছেন।