পৌরবাসীর জীবনমানের উন্নয়ন হবে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশজুড়ে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রানী ভবানী খ্যাত নাটোর জেলার ঐতিহাসিক চলনবিল অধ্যুষিত সিংড়া পৌরসভা এলাকার জনসাধারণের শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করণের লক্ষ্যে চলতি অর্থ বছরে ১২ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে ২২টি সড়ক (১৫.০৮ কিলোমিটার) ও ৯টি ড্রেন (২.৯ কিলোমিটার) নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিবি) এর সহায়তাপুষ্ট “তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (টএওওচ-ওওও)” এর আওতায় সিংড়া পৌরসভার উল্লেখিত অবকাঠামোসমূহ নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে।
সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের ক্ষেত্রে এলজিইডি’র UGIIP-III প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ, শুধু অবকাঠামোগত উন্নয়নই এই প্রকল্পের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য নয়; বরং প্রতিটি পৌরসভাতে সুসাশন প্রতিষ্ঠা করা, নিজস্ব আয়ের উৎসকে আরো সমৃদ্ধশালী করা, নারী ও দরিদ্র জনগোষ্ঠিকে পৌরসভার উন্নয়ন কাজে সম্পৃক্ত করা এবং সর্বোপরি নাগরিক সেবার মান বৃদ্ধি করা এই প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরো বলেন, স্কীমসমূহের বাস্তবায়ন কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। পাশাপাশি, এই স্কীমসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে সিংড়া পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।