চুয়াডাঙ্গা মালোপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের মালোপাড়ায় (প্রস্তাবিত পশ্চিম কোর্টপাড়া) জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে সিংহ রায় পরিবারের ওপর হামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গণধোলাই দিয়ে হামলাকারী আব্দুস সালাম (৪৫) ও আবুল কালামকে (৪০) পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ব্যক্তিরা। হামলায় আহত ব্যক্তিরা হলেন মালোপাড়ার স্বর্গীয় কল্যাণ কুমার সিংহ রায়ের দুই ছেলে বিশ্বজিৎ সিংহ রায় (৫০) ও দিলিপ কুমার সিংহ রায় (২৬) এবং তিন মেয়ে ববি সিংহ রায় (৩৫), পপি সিংহ রায় (৩০) ও শিল্পী রানী সিংহ রায় (২৬)। প্রতিবেশী রমজান আলীর ছেলে খশরু (২২) সংঘর্ষ থামানোর চেষ্টা করলে তিনিও আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বিশ্বজিৎ সিংহ রায় ও শিল্পী রানী সিংহ রায় গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে হাসপাতালে ভর্তি রাখেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এদিকে হামলার ঘটনায় বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন সত্যজিৎ সিংহ রায়।চুয়াডাঙ্গা পৌর শহরের মালোপাড়ায় (প্রস্তাবিত পশ্চিম কোর্টপাড়া) জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে সিংহ রায় পরিবারের ওপর হামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গণধোলাই দিয়ে হামলাকারী আব্দুস সালাম (৪৫) ও আবুল কালামকে (৪০) পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ব্যক্তিরা। হামলায় আহত ব্যক্তিরা হলেন মালোপাড়ার স্বর্গীয় কল্যাণ কুমার সিংহ রায়ের দুই ছেলে বিশ্বজিৎ সিংহ রায় (৫০) ও দিলিপ কুমার সিংহ রায় (২৬) এবং তিন মেয়ে ববি সিংহ রায় (৩৫), পপি সিংহ রায় (৩০) ও শিল্পী রানী সিংহ রায় (২৬)। প্রতিবেশী রমজান আলীর ছেলে খশরু (২২) সংঘর্ষ থামানোর চেষ্টা করলে তিনিও আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বিশ্বজিৎ সিংহ রায় ও শিল্পী রানী সিংহ রায় গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে হাসপাতালে ভর্তি রাখেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এদিকে হামলার ঘটনায় বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছেন সত্যজিৎ সিংহ রায়।অভিযোগ সূত্রে জানা যায়, ‘চুয়াডাঙ্গা মালোপাড়ার সিংহ রায় পরিবারের সঙ্গে দামুড়হুদা উপজেলার দর্শনা মদনা গ্রামের আব্দুস সালামের পরিবারের পূর্ববিরোধ চলে আসছে। গতকাল মঙ্গলবার সকালে মদনা থেকে মৃত আইয়ুব আলীর দুই ছেলে আব্দুস সালাম ও আবুল কালাম কয়েকজনকে নিয়ে মালোপাড়ার সিংহ রায় বাড়ির পার্শ্ববর্তী জমিতে এসে বাঁশ-খুঁটি পুতে বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। এ সময় বাদী সত্যজিৎসহ তাঁর বড় ভাই বিশ্বজিৎ ও বোন শিল্পী রানী সেখানে যেয়ে বাঁশ-খুঁটি পোতার কারণ জানতে চাইলে তাঁদের মাথায় আঘাত করা হয়। তাঁদের চিৎকারে অন্য ভাই-বোনেরা ছুটে এলে তাঁদেরকেও হাতুরি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে হামলাকারী আব্দুস সালাম ও আবুল কালামকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। তবে তাঁদের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা পালিয়ে যান। এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা হবে।’