সাড়ে ৪৫ কেজি রুপার গহনাসহ উজ্জল আটক

0
9

দর্শনার কেরুজ মিলপাড়ায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ৬-বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপার গহনাসহ উজ্জল হোসেন (৩৪) নামে এক চোরাচালানীকে আটক করেছে। গতকাল শনিবার উদ্ধার হওয়া মালামালসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দামুড়হুদা থানাধীন দর্শনা কেরুজ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত উজ্জল হোসেন কেরুজ মিলপাড়ার আলম হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা বিজিবি অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবি জানতে পারে, দামুড়হুদা থানাধীন দর্শনা কেরুজ বাজার নামক স্থনে একজন ব্যক্তি চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ৬-বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমাম হাসান মৃধার নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দামুড়হুদা থানাধীন দর্শনা কেরুজ মিলপাড়ার আলম হোসেনের ছেলে উজ্জ্বল হোসেনকে আটক করে অভিযানকারী দল। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন প্রকার ৪৫ কেজি ৫শ’ গ্রাম ওজনের রুপার ও ১ কেজি ৮৫ ভরি ইমিটেশনের গহনা। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ৯৭ হজার ২শ’ ৫০ টাকা।
গতকাল উদ্ধার হওয়া মালামালসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। উক্ত আসামীকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় দামুড়হুদা থানা পুলিশ।