ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ এখনও থেমে থেমে চলতে থাকে। সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড় এবং আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিন সিটি কলেজে ক্লাস শুরু হয়, তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের সহযোগী’ শিক্ষকদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছিলেন। দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় একটি বাসে ভাঙচুর চালান, এবং এই ঘটনাকে কেন্দ্র করে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পুরো এলাকা শিক্ষার্থীদের দখলে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পরিশ্রম করছেন।
এ বিষয়ে দুই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, সাধারণত এসব কলেজে শিক্ষার্থীরা নানা সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর আগেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের প্রধান ফটক তুলে নিয়ে আসার মতো ঘটনার জন্ম দিয়েছিল।