রিপোর্ট : ইমাম বিমান: দেশে সাংবাদিক নির্যাতন, নিপিড়ন, হত্যা, হুমকি, মামলা, হামলার বিরুদ্ধে সবসময় প্রতিবাদকারী একমাত্র সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) এর সাংগঠনিক পতাকা প্রকাশ করেছে প্রতিবাদী এই সংগঠন। ২০১৩ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) সংগঠনটি প্রতিষ্ঠার দীর্ঘ ৬ বছর পর শনিবার ২৪ মার্চ সকালে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক নেতৃবৃন্দের সম্মতিক্রমে এ পতাকার ডিজাইন প্রকাশ করে পরে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পতাকাটি প্রকাশ করা হয়।
এ বিষয় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট জানান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক নেতৃবৃন্দের সম্মতিক্রমে সাংগঠনের জন্য নির্বাচিত এই পতাকা আজ থেকে বিএমএসএফ’র সকল জেলা ও উপজেলা কমিটি সাংগঠনিক ভাবে পতাকাটি ব্যবহার করতে পারবেন। তিনি তার আরো বলেন, দেশ স্বাধীন পরিবর্তি সময় থেকে দেশে বিভিন্ন ভাবে সাংবাদিক নির্যাতন, নিপিড়ন, হত্যা, হুমকি, মামলা, হামলার মিকার হয়ে আসছিলো কিন্তু নির্যাতন সেসব সাংবাদিকদের পক্ষে হাতেগোনা দুই একটির সঠিক বিচার সাংবাদিক মহল পেলেও বাকি গুলোর বিচার হয়নি বললেই চলে। তাই দেশে আরো কোন সাংবাদিক যেন হত্যা, নির্যাতন, নিপিড়ন, হুমকি, মামলা, হামলার শিকার না হয় এবং হামলা মামলার শিকার সকল সাংবাদিকদের পাশে থেকে আমাদের এ সংগঠনটির মাধ্যমে প্রতিবাদ ও বিচার পেতে সারাদেশের সাংবাদিকদের অধিকার ও ১৪ দফা দাবী আদায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
এ বিষয় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও সাবেক আহবায়ক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহামেদ আবু জাফর জানান, আমার জীবনে সাংবাদিকতা পেশার দীর্ঘ প্রায় ২৫ বছর কেটেছে আর এই ২৫ বছরে আমি দেশে বিদেশে অনেক নির্যাতিত সাংবাদিক ও তার পরিবারের আহাজারি দেখেছি, দেখছি জেলখাটা মপস্বল সাংবাদিক পরিবারের অর্ধাহারে কাটানো দিনগুলো। দেশে রাজধানীতে সাংবাদিকদের কিছু আয় থাকলেও গ্রাম পর্যায়ে থাকা মফস্বল সাংবাদিকে জীবনের চাকা কিভাবে ঘুরছে কখনও সামনে আবার কখনওবা থমকে গেছে কারো জীবনের চাকা আবার পিছনের দিকে ঘুরছে আর এই ঘোরা ঘুরি দেখতে দেখতে নিজেই সাংবাদিকদের ঘুরে দাড়ানোর চিন্তা করলাম আর তারই চিন্তা ধারা বাস্তবায়ন করতে দেশের কতিপয় কিছু সাংবাদিকদের সাথে আলাপ করা শুরু করলাম মফস্বল সাংবাদিকদের নিয়ে নতুন ভাবে ঘুরে দাড়ানো। আজ দেশে সকল মফস্বল সাংবাদিকদের প্রচেষ্টায় আমাদের এই সংগঠনটি ঘুরে দাড়িয়েছে।
উল্লেখ্য, বিএমএসএফ সাংবাদিকদের অধিকার আদায়ে ২০১৩ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা লগ্ন থেকে মফস্বল সাংবাদিক তথা দেশের সাংবাদিকদের নিয়ে নতুন করে আগামির পথে ঐক্যবদ্ধ ভাবে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন, ৫৭ ধারা বাতিল, তদন্ত দোষী প্রমানিত হওয়ার আগে পুলিশ কোন সাংবাদিককে গ্রেফতার করতে পারবেনা, পাঠ্যবইয়ে গণমাধ্যম বিষয়ক অধ্যায় অর্ন্তভুক্তিকরণ, সরকারি-বেসরকারি পর্যায়ে পিআরও পদে সাংবাদিকদের নিয়োগ বাধ্যতামূলক, প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকুলে কল্যান ফান্ড গঠন, সরকার কর্তৃক আগেরমত প্রতিটি পত্রিকায় প্রয়োজনীয় কাগজ বরাদ্দসহ সাংবাদিকদের ১৪ দফা দাবী বাস্তবায়নে কাজ করছে। শুধু তাই নয় দেশে সবসময় সাংবাদিকদের নির্যাতন-নিপিড়ন, হামলা-মামলা, গুম-হত্যার বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি সহ বিভিন্ন কমৃসূচি পালন করে আসছে। এছাড়া তথ্য অধিদপ্তরকে সাংবাদিকদের স্বতন্ত্র অধিদপ্তর হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য দাবি করে আসছে। সংগঠনটি দেশে পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রেস কাউন্সিলকে কার্যকর করে গড়ে তোলারও দাবী করে আসছে।
দাবীগুলো বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের সকল জেলা/উপজেলার সাংবাদিকরা কাজ করছে। দ্রুত দাবীগুলো বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সাংবাদিকদের বিএমএসএফ’র পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।