রিপোর্ট : ইমাম বিমান
রাজাপুরের উত্তমপুর গ্রামের সাংবাদিক রমজান আলীকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলায় বড়ইয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনির ওরফে মনির মেম্বর (৪৭) কে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গভীর রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উত্তমপুর গ্রামের বাসিন্দা মামুন মেম্বরের ঘর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উপজেলার বড়ইয়া ইউনিয়ন যুবদলেরও সাধারণ সম্পাদক গ্রেপ্তারকৃত মনির মেম্বর উত্তমপুর গ্রামের মৃত. আতাহার আলীর পুত্র ।
প্রসঙ্গত, ঢাকা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক রমজান আলী গত ২৭ জুন সকালে রাজাপুরের গ্রামের বাড়িতে আসে। সেই দিন সাংবাদিক রমজান আলী ও তার ছোট ভাই বরকত উত্তমপুর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ইউপি সদস্য মনির মেম্বারের নেতৃত্বে পথিমধ্যে কুপিয়ে মাথায় মারাত্মক যখম করে।
এ ঘটনায় রমজান আলীর ভাই অপর ছোট ভাই আরিফ বাদী হয়ে ২৮ জুন রাজাপুর থানায় মনির মেম্বরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে। এ মামলার পর থেকে আসামীরা পালাতক থাকায় সম্প্রতি মনির মেম্বারসহ ৮ জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র প্রদান করলে আদালত পালাতক সকল আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। মঙ্গলবার গভীর রাতে এএসপি সার্কেল (রাজাপুর-কাঠালিয়া) মোঃ মোজাম্মেল হোসেন রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত মনির মেম্বরকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।