নিউজ ডেস্ক:সরোজগঞ্জ থেকে দর্শনা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার ব্যস্তময় সড়কের পৃথক পৃথক স্থানে বেহাল দশা। দেখে মনে হতে পারে এটা চাষ দিয়ে প্রস্তুত করে রাখা কোন আবাদি জমি। যেকোন মূহুর্তে প্রাণহানী ঘটার আশঙ্কা তো রয়েছেই।
জানা গেছে, প্রায় ৬-৭ বছর আগে সরোজগঞ্জ থেকে দর্শনা পর্যন্ত ব্যস্তময় সড়কটির মেরামত করা হয়। কাজ শেষ হওয়ার কয়েক বছর যেতে না যেতেই সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জমে যায় বৃষ্টির পানি। সৃষ্টি হয় ভোগান্তি। রাস্তার মাঝে এমনই গর্ত সৃষ্টি হয়েছে যে, ছোট বড় গাড়িগুলো প্রায়ই দুর্ঘটনায় পড়ে এই সড়কে। মাঝে মাঝে গাড়ি উল্টায়ে যাওয়ার দৃশ্যও দেখা মেলে এই সড়কে। এই রাস্তা ব্যবহার করে দর্শনা থেকে খাড়াগোদা বাজার হয়ে সরোজগঞ্জের উপর দিয়ে প্রতিদিন প্রায় ৮০ থেকে ১শ’ টির মতো কাঁচা সবজি বোঝায় ঢাকাগামী ছোট পিকআপ, বড় ট্রাক যাতায়াত করে। এছাড়াও ছোট বড় বিভিন্ন যাত্রী বহনকারী যানবহন চলাচল করে। সরোজগঞ্জ থেকে দর্শনা সড়কের দিকে প্রবেশ করতে প্রথমেই নজরে পড়ে সরোজগঞ্জ ত্রিমহনীতে সামান্য বৃষ্টিতে হাঁটুজল সৃষ্টির দৃশ্য। এর কয়েক কিলোমিটার যেতে না যেতেই দেখা মেলে তিতুদহের খাড়াগোদা বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় ভোগান্তির দৃশ্য। এভাবে দর্শনা পর্যন্ত হাজারো ভোগান্তির দৃশ্য দেখা মেলে এই সড়কে। আর এই সড়কের ছোটখাটো দুর্ঘটনা তো এখন এই এলাকার মানুষের কাছে স্বাভাবিক চিত্র হয়ে দাড়িয়েছে। যেকোন মূহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, ব্যস্তময় এই সড়কটি দ্রুত মেরামত করে এই এলাকার মানুষের ভোগান্তি যেন নিরসন করা হয়।