নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে মেসার্স ফারুক ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত চারটার দিকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেন। তবে এর পূর্বেই কারখানার প্রায় ২৫ লক্ষাধিক টাকার বিভিন্ন সাইজের কাঠ ও আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের ফার্নিচার তৈরির বিভিন্ন মেশিন পুড়ে নষ্ট হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।
দোকানের মালিক ফারুক হোসেন জানান, শত্রুতা করে কেউ তাঁর ফার্নিচারের কারখানায় আগুন লাগিয়েছে। কারখানার মধ্যে থাকা ২৫ লক্ষাধিক টাকার বিভিন্ন সাইজের কাঠ পুড়ে ছাই ও ২০ লাখ টাকা মূল্যের ফার্নিচার তৈরির বিভিন্ন মেশিন অগ্নিকাণ্ডে পুড়ে একবারে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন মহলে প্রায় ২০ লাখ টাকার অধিক ধার-দেনা করে ফার্নিচার তৈরির কারখানাটি দাঁড় করেন তিনি। শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পাগলপ্রায় দোকানের মালিক ফারুক হোসেন কান্নাজড়িত কণ্ঠে জেলার অভিভাবক জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট এই অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত করে তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।