সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদ্যাপিত

0
14

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে
নিউজ ডেস্ক:ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পৃথকভাবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, বড় বাজার দুর্গা মন্দিরের সভাপতি সুরেশ সাহা, সহসভাপতি পলাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক কিংকর দে, শ্যামল নাথসহ জেলার বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশ নেয় ভক্ত-অনুরাগীরা। রাতে জন্মাষ্টমী উপলক্ষে পূজা-অর্চনার আয়োজন করা হয় বড় বাজার দুর্গা মন্দিরে।
সরোজগঞ্জ:
মহাবতার ভগবান শ্রীকৃৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চুুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার কাছারীপাড়া সার্বজনীন পূজা উদ্যাপন কমিটি এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মন্দির চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির চত্বরে এসে শেষ হয়। সরোজগঞ্জের সনাতন হিন্দু ধর্মাবলম্বীর শত শত মানুষ এ মঙ্গল শোভযাত্রায় অংশ নেয়।
আলমডাঙ্গা:
মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে রথতলায় হরি বাসরে গিয়ে শেষ হয়। পরে শোভাযাত্রা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, বাংলাদেশে সব ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। জন্মাষ্টমী উৎসবকে শুধু আনুষ্ঠানিকতা ও আনন্দোৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আবেদনকে একটি কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আলমডাঙ্গার পৌর মেয়র হাসান কাদীর গনু বলেন, মানুষ সামাজিক জীব। তাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে সমাজ থেকে অন্যায়, অবিচার ও কুসংস্কার দূর করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির কমিটির সভাপতি বাবু গিরীধারী লাল মোদীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী, বিজয় লাল মোদী, জেলা পরিষদের সদস্য তপন বিশ্বাস, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মনিন্দ্র নাথ দত্ত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, ভারতের বিশিষ্ট ব্যবসায়ী ওম প্রকাশ মোদী, সমীর ভদ্র, বিজেশ মিশ্র, তরুণ কুমার সাহা, কাশি শর্মা, লক্ষণ মিশ্র, শ্রী ভগবান মিশ্র ও বোদন রমেকা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সমীর কুমার দে, পরিমল কুমার ঘোষ কালু, পবন কুমার ভৌতিকা, জয় বিশ্বাস, লিপন বিশ্বাস, বিশ্বজিৎ সাধুখা, পলাশ আচার্য, অপূর্ব সাহা, মদন সাহা, বিদ্যুৎ সাহা, রাজ কুমার জালান, সুশান্ত কুমার রায়, রাজ কুমার রমেকা, হারান অধিকারী, নিমাই রায়, অজিত ভারতি, সুনিল অধিকারী, উৎপল দত্ত, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা, যুবলীগের নেতা সাইফুর রহমান পিন্টু, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, হিন্দু সম্প্রদায়ের নেতা পলাশ আচার্য্য, ছাত্রলীগের নেতা হাসানুজ্জামান হাসান, সাকিব, রকি, লিপন বিশ্বাস, অপূর্ব সাহা, বিদ্যুৎ সাহা, রাজ কুমার জালান, সুশান্ত কুমার রায়, সুনিল অধিকারী, উৎপল দত্ত, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, থানার উপপরিদর্শক (এসআই) জিয়া, জহুরুল ইসলাম স্বপন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার প্রমুখ।
জীবননগর:
জীবননগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষে জীবননগর সার্বজনীন সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে এসে শেষ হয়। পরে শ্রী রমেন বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমার, জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, বাসুদেব, স্বপন, সাধন বিশ্বাস, বিদ্যুৎ পাল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রমাণিক।
মেহেরপুর:
মেহেরপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়েছে। এ মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। গতকাল শুক্রবার বিকেলে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মেহেরপুর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শহরের নায়েব বাড়ি মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক প্রকৌশলী মনিশংকর কীওনীয়া, পিপি পল্লব ভট্টাচার্য্য, অভিজিত বসুসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে নায়েব বাড়ি মন্দিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিপি পল্লব ভট্টাচার্য্য, প্রকৌশলী মনিশংকর কীওনীয়া, অভিজিত বসু ও শ্বাশত নিপ্পন চক্রবর্তী। আলোচনা সভা শেষে সেখানে প্রসাদ বিতরণ করা হয়।