নিউজ ডেস্ক:
সঞ্জয় দত্তের জীবনীভিত্তিক ছবি ‘দত্ত’ এর কাজ ৬০ ভাগ শেষ। ছবিতে সঞ্জয়ের চরিত্রে চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। ছবির কাজ শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু বলিউডের চিরচেনা লাভার বয় রণবীর কীভাবে অ্যাকশন হিরো সঞ্জয় হয়ে উঠতে পারেন সেটা নিয়ে সন্দেহ কমবেশি সবারই ছিল।
পরিচালক রাজকুমার হিরানি সেটা সম্ভব করে দেখিয়েছেন। ‘দত্ত’ ছবির শ্যুটিং সেট থেকে সঞ্জয়ের বেশধারী রণবীবের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে বোঝাই মুশকিল, ইনি সঞ্জয় দত্ত না রণবীর কাপুর।
‘দত্ত’ ছবিটিতে সঞ্জয়ের বাবা সুনীল দত্তের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। অভিনেতার মা নার্গিসের চরিত্রে আছেন মনিষা কৈরালা। ছবির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে সোনম কাপুর, দিয়া মির্জা, আনুশকা শর্মা, ভিকি কুশল ও জিম সার্ভকে।