চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
নিউজ ডেস্ক:‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ স্লোগানে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ স্লোগানে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘দুর্যোগ মোকাবিলার অন্যতম পূর্বশর্ত হলো দুর্যোগ সম্বন্ধে পূর্ব ধারণা থাকা। দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে সঠিক নিয়মে ঘরবাড়ি নির্মাণ করাও জরুরি। ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, ঘূর্ণিঝড়, বজ্রপাত, মহামারী, দুর্ভিক্ষ মানবসমাজসহ পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। এতে করে অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক পরিম-লে বিরূপ প্রভাব পড়ে। দুর্যোগ মাঝেমধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করে, যা মানুষের পক্ষে মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ে। তবে সচেতন হলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক আব্দুস সালাম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলায় নির্মিত ২০৯টি দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন ও উপকারভোগীদের হাতে চাবি প্রদান করা হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ব¡র থেকে উপজেলা প্রশাসন ও ত্রাণ অফিসের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। স্বাগত বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান, একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েস, মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা ও শিক্ষক মিজানুর রহমান।
মেহেরপুর:
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, ইউপি চেয়রারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন। র্যালি শেষে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিথিরা।
গাংনী:
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আব্দুল হালিম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজামান লালু ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা। এ ছাড়াও ফায়ার সাভির্স ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সর্ম্পকে বিভিন্ন কলাকৌশল শেখানো হয়।
ঝিনাইদহ:
‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, সেলিম রেজা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বজলুর রশিদ, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা নিজাম উদ্দিনসহ অন্যরা বক্তব্য দেন। সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় নিয়ম মেনে অবকাঠানো নির্মাণ ও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।