রিপোর্ট : ইমাম বিমান: “দৈনিক তরুন কন্ঠ” পত্রিকার র্বাতা সম্পাদক আকতার হোসেনকে হুমকির প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক বান্ধব সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ)। সিরাজগঞ্জ জেলার বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আলম মাদক ব্যবসায় সম্পৃক্ত থাকায় দৈনিক তরুণ কন্ঠ পত্রিকায় ২২মে ‘দলীয় সাইনবোর্ডের আড়ালে বহুলী ইউনিয়নের আওয়ামীলীগ নেতাদের মাদক ব্যবসা ও চাঁদাবাজী’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। মাদক ও চাদাবাজীর সংবাদ প্রকাশের জের ধরে মাদক ব্যবসায়ী ফিরোজ আলম সোমবার রাত আনুমানিক ৮.৩৪ মিনিটে দৈনিক তরুণ কন্ঠের বার্তা সম্পাদকের ব্যবহৃত মোবাইল ফোনে সংবাদে অভিযুক্ত ফিরোজ আলম খাঁন ০১৭৫১৫৮৬১৯১ নাম্বার থেকে ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শুধু গালাগাল করেই সে ক্ষান্ত হননি র্বাতা সম্পাদককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি প্রদান করেন। তিনি নিজেকে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হাসান গাজী ও মতিঝিল থানার ওসি তাদের আত্বীয় পরিচয় দিয়ে বলেন, ওসিকে দিয়ে তিনি তাকে ধরে সিরাজগঞ্জ থানায় নিয়ে মিথ্যা মামলায় ফাসিয়ে দিবেন। উক্ত ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে সাংবাদিক বান্ধব সংগঠন বিএমএসএফ নেতৃবৃন্দ। সেই সাথে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা একজন সাংবাদিক অথবা একজন সম্পাদককে টাকা খরচ করে মেরে ফেলার হুমকি দিতে পারে তারা নি:সন্দেহে সন্ত্রাসী প্রকৃতির তাই তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার সহ বিচারের দাবী জানাচ্ছি।
দৈনিক তরুন কন্ঠ পত্রিকার অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি, সিরাগঞ্জ জেলার বহুলী ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত বজলার রহমান খানের পুএ ফিরোজ আলম খাঁন। ছোট বেলা থেকে তিনি ছিলেন বেপরোয়া জামায়াত অধ্যুষিত বহুলী ইউনিয়নের জামায়াতের নেতা কমীদের সাথে তার রয়েছে সুসর্ম্পক। বিএনপি জামায়েতের হরতাল অবরোধে তিনি পরোক্ষ ভাবে জামায়তের নেতৃত্বদেন। এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে রয়েছে তার বিশাল নেটওয়ার্ক। গত কয়েক দিন পূর্বে তিনি পারিবারিক কলহের জোরে আলমপুর বাজারে তার ভাই শফিকুল ইসলামের উপর আক্রমন করেন মারধোর করার এক অভিযোগ পাওয়া গেছে। তার অপরাধ জগতের নের্টওয়াক অনেক বড় বলে এলাকার কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। তার অপকর্মে অতিষ্ট হয়ে ৪ বছর পূর্বে এলাকার লোকজন তার বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ী ঘর পুড়িয়ে দেয়। তিনি খুনের মামলার আসামী ইউনিয়ন আওয়ামীলীগর সাবেক সহ-সভাপতি হায়দার আলীর ছত্রছায়ায় অপকর্ম করে বেড়াচ্ছেন অভিযোগ রয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ২৯মে এক এক যৌথ বিবৃতিতে বলেন, আজ দেশ ও দেশের যুব সমাজকে বাচাতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে সাংবাদিক বান্ধব সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে প্রত্যন্ত গ্রাম গঞ্জের মাদক নিমূলে তথা গ্রামের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রশাসনকে সংবাদ প্রকাশের তথা গোপন সংবাদের মাধ্যমে প্রশাসনকে সহযোগীতা করে আসছে দেশে কর্মরত মফস্বল সাংবাদিক। বর্তমান সরকারকে কুলশিত করতে দলীয় নেতা কর্মীদের ছত্রছায়ায় ক্ষমাতার অপব্যবহার করে যুব সমাজকে ধ্বংস দিকে ঠেলে দিচ্ছে স্বার্থনেস্বি একটি কুচক্রিমহল। প্রতিনিয়ত দেশের কোন না কোন স্থানে সাংবাদিককে নির্যাতন, নিপিড়ন অথবা প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে। তাই সাংবাদিক নির্যাতন বন্ধে অবিলম্বে সরকারকে যুগোপযোগি আইন প্রণয়নের দাবী জানান।