রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আইডিয়াল কলেজের সামনে এ পরিস্থিতি তৈরি হয়। এসময় লাঠিসোঁটা হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি নিউজ টোয়েন্টিফোরকে বলেন, নিউমার্কেট এলাকায় আইডিয়াল কলেজের ভেতরে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন ছাত্ররা এসেছে প্রথম বর্ষের। হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা তা নিরসনে চেষ্টা করছি।